শহর কি বোঝে মানুষের মানে, মানুষের মন!
মানুষ কি মানে শহুরে পাথরে কতো বুনোঘাস
জন্মাতে চেয়ে, তীব্র, ভীষণ ইচ্ছের কার্তুজে,
বারুদ সরিয়ে অবহেলা আর অবহেলা দাবী রেখে
নোংরা ধুসর ধুলো কেটে আঁকে বিষকাঁটা প্রেম!
ফুলে ফুলে গলে জ্যোছনাগন্ধে, একরোখা কংক্রিট
সুরকীরা গাঁথে সভ্য গাঁথুনি, সার বেঁধে লাল ইট
গ্রহণের চাঁদে বেধে দিতে চা’বে ইতর পলেস্তারা
ছুটির কাফন মুর্খ হৃদয়ে, এপিটাফ-নামছাড়া!
কাকেরা ঠুকরে আমাদের লাশ, তুলে নিয়ে যাবে স্মৃতি
নোংরা মগজে আঁতাতের ঘাম, মোড়ে মোড়ে সম্প্রীতি
ঝুলছে ব্যানারে, দেয়ালের গায়ে সেঁটে থাকে বিক্ষোভ
শিরোনাম ভেঙে দুলছে সকাল, আমার তোমার লোভ!
তবু এ শহর অবহেলা খোঁজে শিকারী চোখের থেকে
অবহেলা চাই শ্লোগানে মুখর বানভাসি হাওয়া মেঘে
বাদলা সময় কেঁপে কঁপে ওঠে, দমকে থমকে সুর
কংক্রিট খুড়ে বলে যায়- ফের, ফিরবে আস্তাকুঁড়!