মোহ কিংবা মায়ার মাঝে তেমন একটা ফারাক নেই। মোহটা যতক্ষণ না কাটছে, ততক্ষণ তা মায়া। মায়াটা কেটে গেলেই তা মোহ।
আর, মোহ কেটে গেলে?
একটা পথ আরেকটা পথের বিকল্প হতে পারবে, কিন্তু প্রতিটা পথেরই থাকে কিছু নিজস্বতা। সেটা তার চড়াই-উৎড়াই এ হোক কিংবা রঙ-জল-ঘ্রাণে।
তেমনি, কিছু পথ থেকে যায়, পায়ের চাপে আর ছাপে তার বন্ধুরতা মিলিয়ে গেছে, নিয়মিত পায়চারী তার প্রতিটা বাঁক হাতের রেখার মতো পরিচিত-আপন-আপনার করে তোলে।
তারপর, হঠাৎ, ঠিকানা বদলে গেলে…
পথের যে দাবী তোমায় ঘরের মধ্যেই উদ্বাস্তু করতে জানে, তাকে অস্বীকার করে কতো বড় পাথর তুমি হতে পারবে?
আসলে, পথ খুব বিচিত্র আর অনন্য একটা জিনিস। প্রত্যেক পথ মিশেছে অগুনতি দরজায়, আবার দরজা খুললেই পথ! পৃথিবীর সমস্ত পথ গিয়ে মিশেছে পৃথিবীর বাকী সমস্ত পথে।
তাতে আমার কি! আমি তো সেই হনুমান, যার নুয়ে যাওয়া মেরুদণ্ড চোখে পড়ে, কিন্তু কাঁধের গন্ধমাদন দেখা যায় না! সারাবেলা অক্ষয় লড়ে শেষটায় গোড়ালির দোষে হেরে যাওয়া একিলিস আমি। তারপর, ওথেলোর শেষদৃশ্যে আমায় দেখা গেলো। সেখানে আমার আঙুল কাঁপেনি একদম। আর চোখ কিছুতেই শুকনো থাকেনি।
বাদ দিই।
নিজের লেখা প্রিয়তম একটা কবিতা শোনাই-
“যতোবার রাঙিয়েছো চোখ,
যতোবার ভেবেছি পথের
এই বুঝি শেষ…
শেষবার জেনে, যতোবার
রেখেছি পায়ের পাতা
স্নেহের ধুলায়,
সেইই শেষ নয়।
আরো কিছু পথ যেতে হবে,
জেনেছি সবিস্ময়ে,
দেখেছি কি প্রেম নিয়ে,
ঘর ছেড়ে বেরোলেই, পথ
বুক পেতে থাকে।
তুমি ফেরাতেই পারো,
পথ তবু ফেরাতে জানে না।”
//পথ //অনীক
সমস্ত গল্পের শেষ থাকে। প্রত্যেকেই নিজ গল্পের প্রোটাগনিস্ট।
আজ আমার কোন গল্প না থাকা ভালো।
আজ আমার কোন গল্প নেই।
“যে পাখিটা উড়ে গেছে, আমি তারে চাই না ফেরাতে
চাইনা আমার খাঁচা, আকাশের দাবী গলা টিপে
আরো কোন অপচয় লিখুক এখানে, পাখি,
আমাদের, এখনি বিদায়,
আমাদের, এটুকুই বাকী…”
বিচ্ছেদ শুভ হোক।
ইদ মোবারক।
।। অনীক ।। ২০ জুলাই, ২০২১ ।। বাড্ডা ।।
Facebook Comments