রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

দোসর

প্রেম

আমার হেঁচকি তুলে কান্না করা পুতুল-
মনখারাপের দমবন্ধ রাতেও
হাসতে জেনো, তুমুল অসংকোচে।

আমার শহর কাঁপা অট্টহাসের দোসর-
সফল গানের উদযাপনের আলোয়
মুছতে শিখো বোকা চোখের কানি
খুব অচেনা ছোট্ট পাখির ব্যাথায়।

আমায়- জীবন মানে, জীবন ক্যামন হয়,
শিখালে যে হাতের মুঠোর মানুষ,
মুঠো ছেড়ে যাবার এতো পরেও
জানো, আমার ভীষণ কষ্ট হয়!!
তোমার জন্যে! ভীষণ কষ্ট হয়!!”

Facebook Comments