বাড়িই আমাতে ফেরে, আমার-
ফেরা হয়না কখনো।
পিচের গিলাফে থেকে যাই,
ধুলোতে, শিশিরে থেকে যাই,
থেকে যাই মোড়ে, বাঁকে,
নষ্ট ল্যাম্পপোস্টের মতোন- অন্ধকার হয়ে।
তবু, জীবন আমাতে বাঁচে। আমি-
না বাঁচলেই বা কি!
ক্রমে মরে যেতে থাকা মগজে
ছারপোকা,যন্ত্রণা হয়ে, জীবনের
উদ্ধত কড়াচোখ, বুকের ভেতরে ধরে,
তীব্র ভ্রূকুটি হয়ে- রোজ বাঁচি, বেঁচে থাকি।
আমার গল্প তাই, একপেশে,
খুব সাধারণ!
যতোবার, নিয়তি রুখেছে পথ-
দেয়ালেরা পথ হয়ে গেছে
মুখর শ্লোগানে, স্বাতী!
যতোবার, দাঁড়াবে দেয়াল ফিরে,
জ্বলজ্বল, পষ্ট অক্ষরে,
পড়ে নিও, দেয়ালিকা-
“আমিই নিয়তি”।
Facebook Comments