শোধরাতে চেয়েছি অনেক। ছেঁকে ছেঁকে
কতবার আলাদা করেছি পলি,
প্রেম আর নোনা।
তবু জোয়ার এলেই ফের সব ডুবে যায়।
সব ধুয়ে নিয়ে যায়
রাক্ষুসে ভাটার কাহন।
প্রিয় চাঁদ,
আমার কি দোষ বলো!
আমি স্রেফ,
মাটি আর মায়ার পুতুল।
প্রিয় চাঁদ,
জোলো জোৎস্নার গীতি, মুছে যাক তবে।
মাতাল স্রোতের মতো
চুলের আঁচল ছুয়ে
ফিরে যাক দিকভুল
প্রেমিক আঙুল।
প্রিয় চাঁদ,
প্রেম নয়, মৃত
কাঠগোলাপের শাদা
ঝরে ঝরে পরে।
//অনীক, ৩১/০৩/১৬
Facebook Comments