কথকতা
প্রচুর আড্ডাই, লিখতে ভালোবাসি, সাইকেলে চলি। কুশলী কিন্তু কৌশলী নই। সোজাসাপ্টা। অনেক চেষ্টা করেছি তবু, মনের বয়সটা আর বাড়ানো গেলো না কোনমতে।
এখনো পড়ছি। স্নাতকোত্তর পাঠ চলছে। কম্পু-বিজ্ঞান এ।
তড়িৎকৌশলে স্নাতক। সেখানে অবশ্য কতটা কুশল আর কতোখানি সুকৌশলে গন্ডি পেরোনো, তা নিয়ে বিস্তর আলাপ হতে পারে!!
বন্ধুভাগ্যে আমি ঈশ্বর, প্রেমভাগ্যে শয়তান কিনা জানি নে। তবু একটা দীর্ঘ নিঃসঙ্গ জীবনের জন্য নিজেকে তৈরি করার আনন্দ আমার পরিচিত।
অসুখ আর অ-সুখ এ দুয়ের সাথেই বড় সখ্য আমার। তবু, আমার আছে ভিন্ন জাতের দাবী।
অপদার্থ স্বপ্নখোর আমি। যা করি তার কোন ফল নেই, যা শিখি তার কোন সনদ হবে না, যা পারি তাতে ফুটো পয়সা উপার্জনের আশা করাই দুঃসাহস।
যাবতীয় পরিজনের হতাশা এই অতি আশাবাদী আমি।
তবে সন্দেহ নেই, পৃথিবীর সুখিতমদের একজন আমি। তা’বলে এমন নয় যে, দুঃখের সাথে আমার আলাপ হয় না কখনো…
আমার ব্যথাদের জন্য আছে খুব একান্ত নিভৃত গোরস্তান। যেখানে মধ্য আর শেষরাত্রি ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই।
আমায় হিংসে করা যেতেই পারে… পৃথিবীর সুখীতমদের একজন আমি…….. সুখীতম মানুষ 🙂