অনুস্বর
কব্জা, কল আর খল খেয়ালীর উল্লাস ভরা শহরে জ্বালা আর জ্বালানীর হররোজ বিকিকিনি, সেইই স্বাভাবিক। ফুল বা মুকুলের, হুম, দু’কড়ি দাম হয়তো আছে, কিন্তু আবেদন? সে কেবল রাজশ্রীর!চির যৌবনা, চির আবেদনময়ী রাজশ্রী, এই শহরে, এই দেশে, আজকের এই পৃথিবীতে। মানুষের মাথা তাই নুয়ে নুয়ে ছুঁয়ে যায় ঈশ্বরী-অবতার-দেবী পা। রোজকার ছাপোষা এই মিস্তিরিও তাই কবি হতে